ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঝালকাঠিতে নদীতে মৎস্য বিভাগের অভিযান

প্রকাশিত: ০০:৫৫, ২১ অক্টোবর ২০২৩

ঝালকাঠিতে নদীতে মৎস্য বিভাগের অভিযান

সংগৃহীত ছবি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে প্রশাসন এবং মৎস্য বিভাগের অভিযান হয়েছে। আজ সকাল থেকে অভিযানে ৩৪ হাজার ৫শ মিটার অবৈধ করেন্ট জাল ও ৭ কেজি ইলিশ আটক করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে রাজাপুরের বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে দুইজন জেলেকে আটক করে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে দেয় হয় এবং আটক করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তারা রিপন কান্তি ঘোষ জানান এ তথ্য জানান। এ পর্যন্ত ৮১টি অভিযান ও ৩৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলা হয়েছে।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।