ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আহসান উল্লাহ মাস্টার পাঠাগারের উদ্যোগে টঙ্গীতে রক্তদাতা, সম্মাননা প্রদান

প্রকাশিত: ২১:১০, ২০ অক্টোবর ২০২৩

আহসান উল্লাহ মাস্টার পাঠাগারের উদ্যোগে  টঙ্গীতে রক্তদাতা, সম্মাননা প্রদান

সংগৃহীত ছবি

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতা ও করোনা যোদ্ধা এবং সামাজিক ও মানসিকক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে এরশাদ নগর ৮নং ব্লক অটোস্ট্যাণ্ড এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, শহীদ আহসান উল্লাহ মাষ্টার আদর্শ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে এবং পতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরদার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হামজা। ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা। শহীদ আহসান উল্লাহ আদর্শ পাঠাগার প্রদান উপদেষ্টা ও আয়োজক কমিটির আহ্বায়ক, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান হোসেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টিডিপি/টিডিএইচ নেদারল্যান্ডের পরিচালিক মোকলেছুর রহমান ভূঁইয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, শহীদ আহসান উল্লাহ ইসলামিক পাঠাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা আবু আলম, আলাউদ্দিন, আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, নোয়াগাঁও ক্রীড়া ও সামাজিক যুব সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, শ্রমিক নেত্রী নুরজাহান মনি, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক কাজী মঞ্জুর, মোক্তার হোসন খলিফা প্রমুখ। আলোচনা সভার শেষে স্বেচ্ছায় রক্তদাতা ও করোনা যোদ্ধা এবং সামাজিক, মানসিক ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ সার্টিফিকেট ও সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়েছে।