ঢাকা,  রোববার  ১৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় মেছোবাঘ শাবক উদ্ধার

প্রকাশিত: ১৬:১১, ৭ মে ২০২৪

কাপাসিয়ায় মেছোবাঘ শাবক  উদ্ধার

সংগৃহিত ছবি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাকিয়াবর কৃষকের ধানক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির একটি মেছোবাঘ শাবককে উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার (৬ মে) দুপুরে মেছোবাঘের শাবক লোকালয়ে এসে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এসময় এলাকার ছাত্রনেতা মোমেন আহমেদ এর নেতৃত্বে  কয়েকজন সাহসী যুবক  মেছোবাঘ শাবককে  আটক করে বন বিভাগের খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য ওসমান জানান ওই মেছোবাঘ শাবকটিকে জিন্নত আলীর জমিতে ধান কাটতে গিয়ে কামলারা দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ১০/১৫ যুবক মাছ ধরার জাল দিয়ে বাঘ শাবককে আটক করে লোহার খাচায় বন্ধি করে রাখে।

এ বিষয়ে ঢাকা বন বিভাগের বন কর্মকর্তা শারমিন আক্তারকে জানালে, বাঘটি উদ্ধারের গাজীপুর বন বিভাগকে নিদের্শ দেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেন।