
ছবি: সংগৃহীত
কালীগঞ্জে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার বিকালে মহিলা অধিদপ্তরের হস্তক্ষেপে এ বিয়ের অনুষ্ঠান পণ্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের প্রবাসির মেয়ের সঙ্গে টঙ্গী সদর থানার মাছিমপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে ব্যবসায়ী মো. শাহ আলমের বিয়ে ঠিক হয়। কালীগঞ্জ উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার বলেন, কালীগঞ্জ থানা পুলিশকে বিয়ের বিষয়টি অবহিত করলে কনে ও বরপক্ষের লোকজন পালিয়ে যায়।