ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

​​​​​​​নারীদের কখনো দাবিয়ে রাখা যায় না: মেহের আফরোজ চুমকি

প্রকাশিত: ২২:৪১, ২০ জুন ২০২২

​​​​​​​নারীদের কখনো দাবিয়ে রাখা যায় না: মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি এমপি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র হিসেবে রেসকোর্সের ময়দানে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। তেমনি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দাবিয়ে রাখা যায়নি। তিনি শত বাধা বিপত্তির পেরিয়ে এদেশে পদ্মা সেতুর কাজ শেষ করেছেন। বঙ্গবন্ধু কন্যার হাতে ধরে এই দেশের নারীরা বিগত দিনের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। নারীদের আর কখনো দাবিয়ে রাখা যাবে না।

সোমবার (২০ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে বিভিন্ন ট্রেডে স্থানীয় ৩শ নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ-উল-আলম খান, শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, এইচ.এম আব্বুকর চৌধূরী প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, জনপ্রতিনিধি, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত স্থানীয় ৩শ নারীর হাতে বিভিন্ন হারে ২৯ লক্ষ ২৬ হাজার ৮৫০ টাকা প্রশিক্ষণ ভাতা তুলে দেন।