ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মে ২০২২

কালিয়াকৈরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট পোশাক তৈরি কারখানার ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে সুতা ও কার্টন পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা। তদন্তের পর তা জানা যাবে।

গাজীপুর কথা