ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পিকআপে ঘোরাঘুরি, চালককে জরিমানা

প্রকাশিত: ১৭:১১, ২৩ জুলাই ২০২১

গাজীপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পিকআপে ঘোরাঘুরি, চালককে জরিমানা

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কিশোরের দলকে গাড়িতে ওঠানোয় গাজীপুরে দুই পিকআপ চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
দণ্ডিতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার জসিম উদ্দিন (৪০) ও নরসিংদীর শিপুর উপজেলার সিদ্দিকুর রহমান (৫০)।  

ইউএনও মোসা. ইসমত আরা জানান, বিকালে ঈদ আনন্দ করতে পিকআপ চালক সিদ্দিকুর রহমান নরসিংদীর শিবপুর থেকে ৩৫ জন কিশোর-তরুণকে সাউন্ড বক্সসহ গাড়িতে তোলেন। তারা গাড়িতে উচ্চ শব্দে গানের তালে নাচানাচি করে কাপসিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরছিল।
“পরে খবর পেয়ে ওই পিক-আপটি আটক করা হয় এবং গাড়ির চালক সিদ্দিকুর রহমানকে সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়।”

ইউএনও আরও বলেন, একইদিন বিকালে গাজীপুরের শ্রীপুর থেকে ৩০ জন উঠতি বয়সের কিশোরদের নিয়ে উচ্চ শব্দে গান বাজিয়ে নেচে গেয়ে কাপাসিয়া আমরাইদ এলাকায় যেতে থাকে একটি পিক-আপ।

“এতে উচ্চমাত্রায় করোনা ঝুঁকি হওয়ার শঙ্কা রয়েছে। তাই পিক-আপের চালক জসিম উদ্দিনকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।” 

গাজীপুর কথা