ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা

প্রকাশিত: ১৭:৩৮, ১২ জুলাই ২০২১

কাপাসিয়ায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য দোকান খোলা রাখায় ও মাস্ক পরিধান না করায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এসময় জরুরি সেবা ও পন্যবাহী যানবাহন ব্যতীত সকল যন্ত্রচালিত যানবাহন, দোকান,শপিং মল বন্ধ রাখা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। 

সোমবার (১২ জুলাই) বিকালে কাপাসিয়া বাজার সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সাথে সমন্বয়ে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে  সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ ,২৪ এর ধারায় ৫ জনকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চৌকস টিম।

গাজীপুর কথা