ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার

প্রকাশিত: ১৯:১০, ১৮ জানুয়ারি ২০২২

মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার

‘মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার’ স্লোগানকে নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফাউন্ডেশনের গ্রীস শাখার আয়োজনে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন গ্রীস শাখার সভাপতি নুরুল আমিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র ছেলে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।

 

‘মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার’ স্লোগানকে নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

‘মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার’ স্লোগানকে নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

এ সময় শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনতি সংকর কর, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন মোল্লা প্রমুখ। উপস্থাপনায় ছিলেন চিকন্দি ফুট পার্কের স্বত্বাধিকারী সোহাগ মোল্লা। 

চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, মানবতার স্পর্শ, দূর হোক অন্ধকার এই স্লোগান নিয়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের জন্ম। সারা বাংলাদেশে ২০ হাজারও বেশি স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে আমাদের। ৬২টি জেলা শহরে আমাদের কমিটি রয়েছে। আমরা পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য ৭টি ভ্রাম্যমাণ স্কুল রয়েছে। আমরা মানবতামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে থাকি। 

জানা যায়, এক হাজার ৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।  

গাজীপুর কথা

আরো পড়ুন