ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:১০, ১০ ফেব্রুয়ারি ২০২২

জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ইতো নাওকি বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিকসহ আরও অনেকে।

গাজীপুর কথা

আরো পড়ুন