ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাহাজের ধাক্কায় যেভাবে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চটি (ভিডিও)

প্রকাশিত: ১০:১০, ২০ মার্চ ২০২২

জাহাজের ধাক্কায় যেভাবে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চটি (ভিডিও)

ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা ১০ মিনিট। শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী লঞ্চ। চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে আসতেই লঞ্চটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায় সিটি গ্রুপের বাল্ক ক্যারিয়ার জাহাজ এমভি রূপসী-৯। এতে কেউ কেউ নদীতে লাফিয়ে সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো সাঁতরে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এসপি মীনা মাহমুদা বলেন, চর সৈয়দপুর এলাকার রূপসী-৯ নামে একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর থানার এসআই মোস্তফা কামাল বলেন, আমরা উদ্ধারকাজ শুরু করেছি। এরই মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুর কথা