ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

লঞ্চে অগ্নিকাণ্ড

সুগন্ধায় ভেসে উঠল আরো এক লাশ, মৃত বেড়ে ৪৪

প্রকাশিত: ০৫:৩৭, ২৮ ডিসেম্বর ২০২১

সুগন্ধায় ভেসে উঠল আরো এক লাশ, মৃত বেড়ে ৪৪

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের পঞ্চম দিনে আরো একটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ঐ ঘটনায় মৃত বেড়ে দাঁড়াল ৪৪ জনে।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঝালকাঠির সুগন্ধা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সুগন্ধা নদীর মাঝখানে লাশটি ভেসে উঠেছিল। আমরা লাশটি উদ্ধার করে লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি। মৃতের বয়স আনুমানিক ৩২ বছর। লাশের মুখ অগ্নিদগ্ধ, পরনে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট ছিল।

এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় অর্ধশত যাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

গাজীপুর কথা