ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দেশে সন্ধান মিলেছে নতুন আরেকটি গ্যাসফিল্ডের

প্রকাশিত: ০০:৪৭, ২৬ মে ২০২৪

দেশে সন্ধান মিলেছে নতুন আরেকটি গ্যাসফিল্ডের

সংগৃহীত ছবি

দেশে নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান মিলেছে সিলেটের কৈলাশটিলায়। সারাদেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেয়া হয় তার একটি এই কৈলাশটিলা ৮ নম্বর কূপ। এ কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের ১১ জানুয়ারি। 

সাড়ে ৪ মাসে সফলভাবে খনন কাজ শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গ্যাসের প্রেশারসহ অন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শীগগিরই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবেন সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্ট বলছেন, সিলেটের কৈলাশটিলার এই কূপ থেকে প্রতিদিন ১৮ থেকে ২১ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে।