ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কুয়াকাটায় এক কোরাল ৩২ হাজারে বিক্রি

প্রকাশিত: ১১:২৭, ২৬ এপ্রিল ২০২৪

কুয়াকাটায় এক কোরাল ৩২ হাজারে বিক্রি

সংগৃহিত ছবি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ২৬ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ৩২ হাজার ৮১২ টাকায় বিক্রি হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে ১২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।

জানা যায়, বুধবার (২৪ এপ্রিল) কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদী সংলগ্ন এলাকার সাগর মোহনায় রাত ২টার দিকে এই বিশাল কোরাল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে এ মাছটি খোলা ডাকের মাধ্যমে কুয়াকাটা ফিস পয়েন্টের পরিচালক মো. নাসির উদ্দিন ক্রয় করেন।

ফিস পয়েন্টের পরিচালক মো.নাসির বলেন, সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। এ মাছটি মার্কেটে আসার পর ১২৫০ টাকা কেজি দরে ক্রয় করি। আশা করছি মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।

জেলে মো. রাসেল বলেন, অনেক দিন মাছ পাই না। ভাগ্য সহায় বলেই এত বড় মাছ আল্লাহ দিয়েছেন। অনেকেই মাছটি ক্রয় করতে চেয়েছিলেন। পরে কুয়াকাটা মার্কেটে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরে বিভিন্ন মাছ পাওয়া যায়। বড় বড় মাছ হারিয়ে যাওয়ার পথে তবে সামুদ্রিক কোরাল এরচেয়েও বড় হয়ে থাকে। সঠিকভাবে সমুদ্রের নিষেধাজ্ঞা পালন করলেই এরকম বড় মাছ পাওয়া সম্ভব।