ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে ভয়েস মেসেজ

প্রকাশিত: ১১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে ভয়েস মেসেজ

তুরস্কে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ অব্যাহত। ছবি: সংগৃহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের এক সাংবাদিক বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজন ভয়েস মেসেজ পাঠাচ্ছেন।

সাক্ষাৎকার দেয়া ওই সাংবাদিকের নাম ইব্রাহিম হাসকোলোগলু। তিনি বলেন, মানুষ এখনও ভূমিকম্পে ধসেপড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে আছে; তাদের সাহায্য প্রয়োজন।

ইস্তাম্বুল থেকে মালাটিয়াতে নিজ এলাকায় উদ্ধারকাজে সাহায্যের জন্য যাওয়ার কথা ভাবছেন তিনি। ভূমিকম্পে এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইব্রাহিমসহ অন্যান্য সাংবাদিকদের কাছে ভিডিও, ভয়েস মেসেজ এবং অবস্থান জানিয়ে উদ্ধারের অনুরোধ করছেন ধ্বংসস্তূপে আটকেপড়া অনেক মানুষ।

ইব্রাহিম বলেন, তারা সাহায্য চাইছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। এখন যথাসম্ভব আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন তুরস্কের।

স্থানীয় সময় সোমবার ভোররাতে ৭.৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু আবাসিক ভবন ধসে পড়ে, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৭ হাজার জনে দাঁড়িয়েছে।