ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়া মাছ বাজারকে জাটকামুক্ত ঘোষণা

প্রকাশিত: ১৯:০৬, ২৩ এপ্রিল ২০২৪

কাপাসিয়া মাছ বাজারকে জাটকামুক্ত ঘোষণা

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারের মাছ বাজারে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাটকা মুক্ত ঘোষণা করেছেন।

এ সময় বাজারে কোন জাটকা মাছ পাওয়া যায়নি। মৎস্য অফিস সূত্র জানায়, মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে কোন ধরনের অপদ্রব্য বা ভেজাল পাওয়া যায়নি। পরে মাছ বিক্রেতা, আড়ৎদার, বাজার কমিটির সভাপতিসহ অন্যান্যের উপস্থিতিতে কাপাসিয়া মাছ বাজারকে জাটকামুক্ত ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, কাপাসিয়া থানার পুলিশ টিম ও অন্যান্য সুধীবৃন্দ। কর্মকর্তারা মাছ বাজারকে জাটকা মুক্ত করতে মাছ ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরবর্তী সময়ে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান।