ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুরনো ইমেল খুঁজতে গিয়ে মুহূর্তেই ২৫ কোটি টাকার মালিক

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ জানুয়ারি ২০২২

পুরনো ইমেল খুঁজতে গিয়ে মুহূর্তেই ২৫ কোটি টাকার মালিক

মনের অজান্তেই মুহূর্তে ২৫ কোটির বেশি টাকার মালিক বনে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। পুরনো ইমেল খুঁজতে স্পাম ফোল্ডারে ঢুকতেই কোটিপতি হওয়ার কপাল খুলে যায় তার।

জানা গেছে, সাধারণত ইমেল স্পাম ফোল্ডারে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রচারকেন্দ্রিক ইমেল জমা হয়। এ ইমেলগুলো স্পাম ফোল্ডারে আপনা থেকেই ঢুকে যায়। এতে জরুরি ইমেল খুঁজতে ব্যবহারকারীর অসুবিধা না হয়। তবে এ ক্ষেত্রে ওই স্পাম ফোল্ডারেই লুকিয়ে ছিল ৩০ লাখ ডলারের লটারি জেতার খবরও। বাংলাদেশি মুদ্রায় যা কম করে সাড়ে ২৫ কোটি টাকার সমান।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত বছরের ৩১ ডিসেম্বর ওই লটারির টিকিট কাটেন লরা স্পিয়ার্স। লরার কাটা টিকিটের নম্বরটিই লটারির খেলায় সর্বোচ্চ পুরস্কারও পায়। কিন্তু লরা নিজেই ভুলে যা টিকিটের কথা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডের বাসিন্দা লরা জানান, তিনি আগে কখনো লটারির টিকিট কাটেননি। বছরের শেষ দিনে হঠাৎ ঝোঁকের মাথাতেই ঐ টিকিটটি কেটে ফেলেন। 

লরার ভাষায়, ‘আমি শুনছিলাম মিশিগান লটারির মেগা মিলিয়ন ড্রয়িংয়ে অনেকেই পুরস্কার পাচ্ছেন। তাই আমিও একটা টিকিট কিনে নিয়েছিলাম।’

গাজীপুর কথা