ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ২১:৫৬, ২৩ এপ্রিল ২০২৪

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ফাইল ছবি

আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদে মোট ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কমিশনার ও রিটানিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ প্রার্থী লড়বেন চেয়ারম্যান পদে। প্রতীক বরাদ্দের মধ্যে আতিকুজ্জামান (মোটরসাইকেল), ইজাদুর রহমান চৌধুরী (ঘোড়া), কফিলউদ্দিন (দোয়াত কলম), শফিকুল ইসলাম (কাপ পিরিচ) ও রীনা পারভীন (আনারস) প্রতীক পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে নাজমুল আলম জুয়েল ( উড়োজাহাজ), মনজুরুল হক ( তালা), আব্দুল লতিফ (বৈদ্যুতিক বাল্ব), বেলায়েত হোসেন ( টিউবওয়েল), রাসেল রানা ( মাইক) ও লিয়াকত আলী ( টিয়াপাখি)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

এদের মধ্যে মৌসুমি রেজা বৃষ্টি ( কলস), শিপনা ( হাঁস), শেখ মোকাম্মেল দীনা ( প্রজাপতি) এবং হাসিনা সরকার ( ফুটবল) প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজ গাজীপুর সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শেষ। আগামী ৮ মে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।