ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ নভেম্বর ২০২১

ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপসহ গ্রেফতার ৪

রাজধানীর শাহবাগ থানা ও কদমতলী থানা এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতাররা হলেন- ইয়ারুল ইসলাম, মোশারফ হোসেন, জসিম উদ্দিন ও সাঈদ হুসাইন। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৩০ হাজার ২০০ পিস ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ জব্দ করা হয়।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার সেগুনবাগিচায় অভিযান চালিয়ে ইয়ারুল ও মোশারফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৯৮ হাজার পিস ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ উদ্ধার করা হয়।
অপরদিকে রাজধানীর কদমতলী থানার দক্ষিণ নুরপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে জসিম ও সাঈদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৩২ হাজার ২০০ পিস ডায়াবেটিস মাপার নকল স্ট্রিপ উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানা ও কদমতলী থানায় পৃথক মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

গাজীপুর কথা

আরো পড়ুন