ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পিরোজপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত: ১০:৪৮, ২৮ জুন ২০২৩

পিরোজপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

সংগৃহিত ছবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের সুপারভাইজারসহ সাত যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৮টার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদারসী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী সাকুরা পরিবহন মাদারসী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের সুপারভাইজার ঢাকার বাসিন্দা রুহুল আমিনকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের মধ্য থেকে রুহুল আমিন নামের একজনকে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বাকি আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে পাঠিয়েছেন।

ভান্ডারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জমান বলেন, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।