ঢাকা,  শুক্রবার  ০৩ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চাচাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাতিজার

প্রকাশিত: ১৮:২০, ২৮ এপ্রিল ২০২৩

চাচাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাতিজার

সংগৃহিত ছবি

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আলীম (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ওই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল গণির ছেলে।

নিহত আব্দুল আলীমের স্ত্রী মানিয়ারা বলেন, আমাদের জমির অংশ অনেক আগেই বিক্রি করে দিয়েছি। আমার স্বামীর সঙ্গে কারও বিরোধ নেই। আমার চাচাশ্বশুর খলিলুর রহমান আজ আবার নতুন করে জমি ভাগাভাগি করছিলেন। এ সময় আমার আরেক চাচাশ্বশুর আব্দুল কাদেরের ছেলে আব্দুর হান্নান, সাহাদত ও বান্টু এবং তার ছেলেরা খলিলুর রহমানের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা আমার স্বামীকেই খুন করে পালিয়ে যায়।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।