ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু

প্রকাশিত: ১২:৪২, ১৩ এপ্রিল ২০২৩

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু

বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

পরে সাংগ্রাই উৎসবকে ঘিরে আয়োজিত বর্নাঢ্য সাংগ্রাই শোভাযাত্রার নেতৃত্ব দেন মন্ত্রী। শোভাযাত্রায় মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, বম, লুসাইসহ ১১টি ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশুকিশোর, নারী-পুরুষেরা নিজস্ব জাতিসত্তার পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে বয়স্ক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিন কাল ধর্মীয়ভাবে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা খালি পায়ে হেঁটে সাঙ্গু নদী চড়ে মিলিত হবে বুদ্ধমূর্তির স্নান অনুষ্ঠানে। কষ্টিপাথরের কয়েকশ বছরের পুরনো বুদ্ধমূর্তিতে পবিত্র জল ঢালা হবে পুণ্যের আশায়। শেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে। 

তৃতীয় দিন স্থানীয় রাজারমাঠে সাংগ্রাইয়ের উৎসবের মূল আকর্ষণ: জলকেলী বা ঐতিহ্যবাহী পানি খেলা অনুষ্ঠিত হবে। পাহাড়ি মারমা তরুণীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মেতে উঠে জলখেলীতে। প্রচলিত আছে জলকেলীর মাধ্যমে মারমা তরুণ-তরুণীরা ভাবের আদান প্রদান করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাতের বেলায় পাহাড়ি পল্লীগুলোতে সারিবদ্ধভাবে বসে পিঠা তৈরি করা হবে। চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।