ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাড় ভেঙে সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরে যুবক, অতঃপর...

প্রকাশিত: ১২:১৮, ২১ মার্চ ২০২৩

পাড় ভেঙে সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরে যুবক, অতঃপর...

পাড় ভেঙে সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরে যুবক

ঝিনাইদহ শহরে নির্মাণাধীন ২৫ ফুট গর্তের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া রেজাউল ইসলাম নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার বিকেল ৫টার দিকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার মনির উদ্দিন বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, গভীর সেপটিক ট্যাংকে এক যুবক আটকা পড়েছে এমন খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় লেডার (মই) ও দড়ি ব্যবহার করে দুজন ফায়ার ফাইটার গর্তে নেমে আহত রেজাউল ইসলামকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, কয়েকদিন ধরেই বাড়ির সঙ্গে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন রেজাউল। বিকেলে কেউ না থাকায় বৃষ্টির পানি জমে যেতে পারে শঙ্কায় পলিথিন দিয়ে গর্ত ঢাকতে গিয়েছিলেন তিনি। সে সময় গর্তের পাড় ভেঙে নিচে পড়ে যান তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ জানান, আহত রেজাউলের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার চিকিৎসা চলছে। তবে তিনি শঙ্কামুক্ত নন।