ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঝিনাইদহে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ১০:১০, ২৭ জানুয়ারি ২০২৩

ঝিনাইদহে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

ঝিনাইদহে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

এবার ঝিনাইদহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  তারা কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের বাসিন্দা।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন মুসলিম, সেকুতারা, দিলারা ও লিচুয়ারা।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী সেন্ট মার্টিন নামক বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে ওই বাসটির গতিরোধ করে দুপুরে সন্দেহভাজন ৩ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা রোহিঙ্গা শরণার্থী। 

তিনি আরো জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাচ্ছিল। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।