ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাতের আঁধারে মাছের ঘেরে বিষ দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ২২:৪৩, ১ অক্টোবর ২০২২

রাতের আঁধারে মাছের ঘেরে বিষ দিলো দুর্বৃত্তরা

রাতের আঁধারে মাছের ঘেরে বিষ দিলো দুর্বৃত্তরা

কুমিল্লায় রাতের আঁধারে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১২ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত মাছচাষির। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর পশ্চিমপাড়া এলাকার মাছচাষি জুয়েল রানার ঘেরে এ ঘটনা ঘটে। 

মাছচাষি জুয়েল রানা অভিযোগ করেন, রাজাপুর পশ্চিমপাড়া ৩২০ শতকজুড়ে তার মাছের ঘের। এতে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন জাতের দেশীয় মাছ চাষ করছিলেন তিনি। বৃহস্পতিবার রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে সেসব মাছ। বিষ প্রয়োগের ফলে মাছগুলো মরে ভেসে উঠেছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হত। তার আগেই দুর্বৃত্তরা মাছগুলো মেরে ফেলেছে। তিনি এখন সর্বস্বান্ত হয়ে গেছেন। তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান। 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।