ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাবনায় চলন্ত প্রাইভেটকারে আগুন

প্রকাশিত: ১৫:৩৯, ২৬ মার্চ ২০২২

পাবনায় চলন্ত প্রাইভেটকারে আগুন

চলতে চলতে হঠাৎ করে আগুন ধরে যায় প্রাইভেটকারে। শনিবার  বেলা ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। আগুনে প্রাইভেট কারটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। 

স্থানীয়রা জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে  একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় প্রাইভেট কারটি সামনের অংশ। এ সময় পাবনা-দাশুড়িয়া মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয় ।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়িটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইলেকট্রিক শটসর্কিট থেকে প্রাইভেট কারটিতে আগুন লেগে যায় বলে তাদের প্রাথমিক ধারণা। তবে কেউ কেউ বলছেন ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

তিনি জানান, গাড়িটির ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দ্রুত নেভানো না হলে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যেত।

গাজীপুর কথা