ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মেলার স্টলে কথা বলতে পারা ৩ শালিক

প্রকাশিত: ১৫:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২

মেলার স্টলে কথা বলতে পারা ৩ শালিক

যুক্ত বর্ণ ছাড়া উচ্চারণে সহজ এমন বাংলা আধোভাবে বলছে মিঠু। তার আধো উচ্চারণে কণ্ঠ থেকে বের হচ্ছে মা, বাবা, ভাই, আপা, মেহমান, সালামও দিতে পারে। মানুষের কথোপকথন থেকেই এসব উচ্চারণ শিখেছে এক প্রজাতির শালিক। যাকে স্থানীয় ভাষায় ঝুটি শালিক বলা হয়। ঝালকাঠির রাজাপুরে এমনভাবে উচ্চারণ করতে পারা তিনটি শালিককে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় পৃথকভাবে স্টলে রাখা হয়।

রাজাপুর উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ প্রদর্শনী চলে। এতে বিভিন্ন প্রজাতির ষাড়, গাভি, ছাগল, পাখি, ঘোড়াসহ অনেক জাতের গৃহপালিত পশু-পাখি প্রদর্শন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার কান লিটন, আফরোজা আক্তার লাইজু।

শালিক নিয়ে আসা তিনজনেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। রাজাপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাগড়ি গাজী বাড়ির গোলাম কিবরিয়া গাজীর ছেলে জিসান গাজী বলেন, দেড় বছর আগে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় নানা বাড়িতে বেড়াতে গেলে গাছে থাকা শালিকের বাসা থেকে ছানা সংগ্রহ করা হয়। ওর সঙ্গে কথা বলতে বলতে এবং আমাদের নিজেদের কথা শুনতে শুনতে আধোভাবে বাংলা উচ্চারণে কথা বলার মতোই শব্দ করছে। ব্রয়লার মুরগিরর খাবার ও বিভিন্ন খাদ্যশস্য মিশ্রিত খাবার খাইয়ে বড় করেছি। এখনও সেই খাবার দিচ্ছি। 

দেড় বছর আগে বাড়ির পাশের গাছ থেকে ছানা সংগ্রহ করেছে মঠবাড়ি মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ও একই এলাকার বদনীকাঠি গ্রামের নান্নু সিকদারের ছেলে কামাল। উপজেলার বাদুরতলা এলাকার বাবুল মিয়ার ছেলে ফয়সাল মঠবাড়ি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। চার বছর আগে কবুতরের বাসার মধ্যে আলাদা ঘর তৈরি করে। সেখানে প্রজননের পরে ছানা সংগ্রহ করে বিশেষভাবে লালন পালন করছে তারা। 

রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার বলেন, আমরা সবধরনের পশু-পাখিকে চিকিৎসাসেবা দিয়ে থাকি। এছাড়া সরকারি সবধরনের সুযোগসুবিধা খামারিদের সুষম বণ্টন করে থাকি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ মেলার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

অপরদিকে বুধবার বেলা ১১টার দিকে নলছিটি চায়না মাঠে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনী মেলা হয়।

প্রদর্শনী মেলা উদ্বোধন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  মোর্সেদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, মৎস্য সম্পদ কর্মকর্তা সাইয়্যেদা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম  জোমাদ্দার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর, ভেটোনারি সার্জন ডা. আহসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা