ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাজবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

প্রকাশিত: ২২:৩৭, ২৪ মে ২০২৪

রাজবাড়ীতে পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

সংগৃহিত ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মাছ চাষি। 

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজনা এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মাছ চাষি আব্দুল কাদের মন্ডল বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গায় পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার সিলভার কার্প, কাতল, কার্প জাতীয় মাছসহ বিভিন্ন জাতের মাছ চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারি। এর পরেরদিন সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠে। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে বলে ধারণা করি। পরে পুকুর পাড়ে তিনটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক(এস আই) রাজিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।