ঢাকা,  রোববার  ১৬ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে : প্রধান বিচারপতি

প্রকাশিত: ২৩:৪৪, ২২ মে ২০২৪

প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে : প্রধান বিচারপতি

সংগৃহিত ছবি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এমন কোনো কথা নেই। ন্যায়বিচার পাওয়ার যে অধিকার মানুষের আছে তার স্বীকৃতি দেওয়ার জন্য ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। এটি তার সাংবিধানিক অধিকার। 

বুধবার (২২ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম জজকোর্টে ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। মামলার সাক্ষী, অভিযুক্তসহ সবার জন্য ন্যায়কুঞ্জ উন্মুক্ত থাকবে।

এ সময় বিচারপতি এটিএম সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা দায়রা জজ আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ জজ কোর্টের বিচারক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরে প্রধান বিচারপতি কুড়িগ্রামের নতুন শহরে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করে কলেজ মোড়ের শেখ রাসেল অডিটরিয়ামে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। 

এর আগে দুপুরে কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া পরিদর্শন ও বিলুপ্ত ছিটবাসীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপতি।