ঢাকা,  মঙ্গলবার  ১৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গ্রামবাসীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে বাঁচল ‘পঞ্চগড় এক্সপ্রেস’

প্রকাশিত: ১৭:১২, ২০ আগস্ট ২০২১

গ্রামবাসীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে বাঁচল ‘পঞ্চগড় এক্সপ্রেস’

রেললাইনের একটা অংশ ভাঙা দেখেতে পেয়ে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক লাল গামছা উড়িয়ে ট্রেন থামায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামবাসী। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি অল্পের জন্য রক্ষা পেয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা পার হলে এই পথে পুণরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় লোকো মাস্টার শাহ আলম বলেন, রেললাইনের প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে। আর এই ভাঙা রেললাইন দিয়ে ট্রেনটি প্রায় ৮০ কিলোমিটার গতিতে পার হওয়ার কথা ছিল। গ্রামবাসীদের তৎপরতায় ও বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার থেকে ট্রেনটি রক্ষা পেল।

গ্রামবাসীরা জানান, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গুলজার ও নাজির হোসেন নামে এক তরুণ রেললাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন।

শফিকুল ইসলাম বলেন, ভোরে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় নাজির রেললাইন ভাঙা দেখে আমাকে জানায়। এসময় আমার ভাতিজাকে লাল গামছা আনতে বাড়ি পাঠাই। বাড়ি কাছে হওয়ায় দ্রুত গামছা নিয়ে এলে আমরা তা উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হই।

গাজীপুর কথা