ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৭

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ জুলাই ২০২১

গাজীপুরে করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৭

গাজীপুরে গত একদিনে করোনায় আরো ৭ জন মারা গেছেন। একই সময়ে ৩৯৭ নমুনা পরীক্ষায় নতুন করে ২৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৭জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। তিনি জানান, গত একদিনে ৬৩১ নমুনা পরীক্ষার জন্য পাঠালেও ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৩১ জন, কালীগঞ্জে ২৭জন, কালিয়াকৈরে ৩২জন, শ্রীপুরে ৩৯জন ও কাপাসিয়ায় ২৮ জন রয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ১হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৯৯৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ১০ হাজার ৫২৯ জন, কালীগঞ্জে ১হাজার ২২৪ জন, কালিয়াকৈরে ১ হাজার ৮০৮জন, কাপাসিয়ায় ১হাজার ২৫৭জন ও শ্রীপুরে ২হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন পাঁচজনসহ এ পর্যন্ত জেলায় ৩২৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৪০ জন।

গাজীপুর কথা

আরো পড়ুন