ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে ভুয়া পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ নভেম্বর ২০২০

শ্রীপুরে ভুয়া পুলিশ গ্রেফতার

নিজেকে ওসি পরিচয় দিয়ে মাহফুজা বেগম নামে ওমান প্রবাসী এক নারীকে ইমোতে কল করেন ইব্রাহীম খলিল। ওই সময় পুলিশের পোশাক পরা নিজের একটি ছবিও পাঠান ওই নারীকে। এরপর জাল পাসপোর্ট ও ভুয়া ভিসায় ওমান যাওয়ার মিথ্যা অভিযোগ এনে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন ইব্রাহীম। সেই টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাগনে মোবারক আলী মামলা করেছেন।

গ্রেফতার ইব্রাহীম খলিল ময়মনসিংহের বাইয়াখালী এলাকার আইয়ুব আলীর ছেলে ও শ্রীপুর পৌর শহরের কুদ্দুস দারোগার বাড়ির ওই ভাড়াটে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, জাল পাসপোর্ট ও ভুয়া ভিসায় ওমান যাওয়ার মিথ্যা অভিযোগ এনে মাহফুজার কাছে টাকা দাবি করেন ইব্রাহীম। অন্যথায় ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন। বিষয়টি জানতে পেরে আমরা টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ইব্রাহীমকে ডাকি। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গাজীপুর কথা