ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

৩০ বার ওঠবস করলে ভাড়া দিতে হবে না রেলে ভ্রমণের

প্রকাশিত: ১৫:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

৩০ বার ওঠবস করলে ভাড়া দিতে হবে না রেলে ভ্রমণের

দেশবাসীকে শরীরচর্চায় উৎসাহিত করতে এক অভিনব পদ্ধতি হাতে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পদ্ধতিতে কোনো রেলযাত্রী ৩০ বার ওঠবস করলে তাকে আর ভাড়া দেওয়া লাগছে না রেলে ভ্রমণের জন্য।

সম্প্রতি নয়াদিল্লির আনন্দ বিহার স্টেশনে এই কার্যক্রমটি শুরু হয়েছে। স্টেশনের প্রবেশদ্বারে একটি মেশিন বসানো হয়েছে। এর সামনে ৩ মিনিটে ৩০ বার ওঠবস করলে আর পরিশোধ করতে হচ্ছে না ভাড়া। ভাড়া বাঁচাতে অনেকেই এই পদ্ধতি অনুসরণ করছেন।

এ বিষয়ে ২৫ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির রেলমন্ত্রী পীযূষ গয়াল। ভিডিওটিতে দেখা যায়, বিনা মূল্যে প্ল্যাটফর্মে ঢুকতে অনেকেই হাসিমুখে এই প্রক্রিয়া মেনে নিয়েছেন।

তাছাড়া যাত্রীদের উৎসাহিত করতে পীযূষ গয়াল একটি টুইটও করেন। যাতে তিনি লেখেন, দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের যাত্রীদের শরীরচর্চায় উৎসাহিত করতে একটি অন্য ধরনের পরীক্ষা চালানো হচ্ছে। এখানে বসানো মেশিনে ওঠবস করলেই মিলবে বিনা মূল্যে রেলের টিকিট।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

গাজীপুর কথা