ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২০ অক্টোবর, জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ০৩:৪৩, ২০ অক্টোবর ২০২০

২০ অক্টোবর, জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ঐতিহাসিক ’৫৪-তে এ ক্লাবের জন্ম হয়। ক্রমেই এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে এবং দেশের সব স্বাধিকার আদায় ও স্বাধীনতা আন্দোলনে প্রাগ্রসর চিন্তা-চেতনার প্রেরণা হিসেবে কাজ করেছে। 

প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের ‘দ্বিতীয় বাসগৃহ’ নয়; এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাপ্রিয় মানুষের মিলনমেলার কেন্দ্রস্থলও। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। তবে করোনা মহামারির কারণে এবার উৎসব-অনুষ্ঠান বাদ দিয়ে চলতি বছরে প্রয়াত ১৮ সদস্য সাংবাদিকের ‘স্মরণসভা’র আয়োজন করা হয় গত রোববার। 

আজ সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে ‘জাতীয় প্রেস ক্লাবের ৬৬ বছর ও বাংলাদেশের সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

গাজীপুর কথা