ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পানির কারনে ইট দিয়ে দেয়াল তুলে মরদেহ দাফন

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জুন ২০২১

পানির কারনে ইট দিয়ে দেয়াল তুলে মরদেহ দাফন

ইয়াসের তান্ডবে বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত আশাশুনি উপজেলার প্রতাপনগরে মৃতদের দাফন করার জন্য সামান্যতম উঁচু মাটি নেই। গত ২৫ দিন ধরে পানিবন্দী এই ইউনিয়নে বৃহস্পতিবার মারা যাওয়া এক ব্যক্তিকে অভিনব পন্থায় দাফন করা হয়েছে। জোয়ারের পানি কমে গেলে ইট বিছিয়ে তার ওপরে পলিথিন দিয়ে থরে থরে ইট গেঁথে মাটির পরিবর্তে কংক্রিটের কবর তৈরি করে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার স্ট্রোকে মারা যান প্রতাপনগর গ্রামের শহিদুল ইসলাম গাজীর পুত্র মাহমুদুল হাসান (৩৪)। কিন্তু প্রতাপনগরসহ আশপাশের এলাকা পানির নিচে ডুবে আছে। পানির জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া যায়নি। বৃষ্টির মধ্যে ত্রিপল টানিয়ে ইটগেঁথে পানির ওপর তৈরি করা হয় কবর। আছর নামাজের পর আল আমিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বাড়ির সামনের রাস্তায় জানাজা নামাজ শেষে বিকল্পভাবে তৈরি কবরে তাকে দাফন করা হয়।

গাজীপুর কথা