ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কালিয়াকৈর থেকে তরুণী আটক

প্রকাশিত: ১৬:৩৫, ২ নভেম্বর ২০২০

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কালিয়াকৈর থেকে তরুণী আটক

বগুড়ার শেরপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ওঠার পর গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের পর ওই ছাত্রীকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়। 

তার নাম মোছা. সুমনা আক্তার। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের সামছুল হকের মেয়ে। 

পুলিশ জানায়, ওই ছাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুতুল রানী নামে আইডি রয়েছে। সেই আইডি থেকে কয়েকদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে অশ্লীল ভাষায় নানা মন্তব্য ও বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার সন্ধ্যায় কয়েকশ’ মানুষ শেরপুর-নন্দীগ্রাম সড়ক অবরোধ করে ও তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। ওই ছাত্রীর বাড়িও ঘেরাও করে তারা।

পরে শেরপুর থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পলাতক ওই ছাত্রীকে গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর সুমনা গাজিপুরের কালিয়াকৈর তার ভাইয়ের বাসায় অবস্থান করছিল বলে জানান তার বাবা সামছুল হক। 

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও কালিয়াকৈর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সুমনাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

গাজীপুর কথা