ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ডাঃ মঈনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় যুবক আটক

প্রকাশিত: ১৬:১২, ২২ এপ্রিল ২০২০

ডাঃ মঈনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় যুবক আটক

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাঃ মঈন উদ্দিনকে নিয়ে ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে এইচ এম রিয়াজ নামে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নিয়ে চিকিৎসক সমাজকে উস্কানি দেবার জন্য একটি অসাধু চক্র মৃত ডাক্তারকে জড়িয়ে বিভিন্ন ধরণের কুৎসামূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

সাইবার পুলিশের অনলাইন মনিটরিং সেল ডাঃ মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করেন। তারই ধারাবাহিকতায় এএসপি কাজী আবু সাঈদের নেতৃত্বে সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে এইচ এম রিয়াজ নামে একজনকে গ্রেফতার করে।

আটকের সময় তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন