ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গ্রহাণুতে এই প্রথম ‘প্রাণের স্পন্দন’ দেখলো নাসা

প্রকাশিত: ০৯:১৩, ১১ সেপ্টেম্বর ২০২০

গ্রহাণুতে এই প্রথম ‘প্রাণের স্পন্দন’ দেখলো নাসা

গ্রহাণু মানেই নিষ্প্রাণ—এতদিন এমনটাই মনে করতেন মহাকাশ গবেষকরা। ‘বেন্নু’ নামের এক গ্রহাণু এ ধারণা একেবারে পাল্টে দিয়েছে। নাসার ওএসআইআরআইএস-আরএক্স মহাকাশযান পর্যবেক্ষণ করেছে যে, গ্রহাণু বেন্নু নিয়মিত খুব কাছাকাছি স্থান থেকে মহাকাশে নিজেকে টুকরো টুকরো করে ফেলেছে।

প্রাণের এই স্পন্দনকে অবশ্য জৈবিক বলা যাচ্ছে না। দূর থেকে এত দিন যেগুলোকে প্রাণহীন বলা হতো, তাতে ফাটল ধরে, মহাকাশে ছড়িয়ে দেয় রাশি রাশি কণা। তবে এ কণার কিছুটা উৎসেও ফিরে আসে অবশ্য। সেই চঞ্চলতা প্রাণের স্পন্দনের মতোই গতিময় হয়ে ওঠে।

ওএসআইআরআইএস-আরএক্স মহাকাশযানের পর্যবেক্ষণের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর ‘জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানেটস’-এ একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই আবিষ্কারগুলো ভবিষ্যতের গ্রহ মিশনের জন্য ভিত্তি হিসাবে কাজ করতে পারে। যা এই ক্ষুদ্র দেহগুলো কীভাবে আচরণ করে এবং বিকশিত হয় তা আরো ভালোভাবে চিহ্নিত করতে ও বুঝতে চেষ্টা করে।

গাজীপুর কথা