ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলো সহযোগিতা

প্রকাশিত: ১৭:০২, ৩ মার্চ ২০২১

গাজীপুরের কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলো সহযোগিতা

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় কলোনীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি বাড়ির মালিকসহ ৫৭৪ পরিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পেল নগদ অর্থ, চাল ও টিন।

এর মধ্যে শুধু ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের টিন প্রদান করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বুধবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি বাড়ির মালিকসহ ৫৭৪ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।  

এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের টিন প্রদান করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। 

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশাররফ হোসেন জানান, গত রবিবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে বাইমাইল এলাকার কয়েকটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১৭টি বস্তির ৫৭৪টি কক্ষ ও মালামাল পুড়ে যায়।

গাজীপুর কথা

আরো পড়ুন