ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে কুড়ানো মাংস বিক্রির সময় স্বাস্থ্যবিধি লংঘন, জরিমানা

প্রকাশিত: ১৪:০৪, ২ আগস্ট ২০২০

গাজীপুরে কুড়ানো মাংস বিক্রির সময় স্বাস্থ্যবিধি লংঘন, জরিমানা

গাজীপুরে কোরবানির কুড়ানো মাংস বিক্রির সময় স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার নগরীর বোর্ডবাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার।
মনীষা রানী কর্মকার বলেন, ঈদের দিন বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাজীপুর মহানগরীরর বোর্ডবাজার এলাকা অতিক্রমকালে স্থানীয় মাংসপট্টির পাশে লোকজন ভিড় জমিয়েছিল।

“পরে সেখানে গিয়ে দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ বাড়ি বাড়ি থেকে কুড়ানো কোরবানির মাংস বিক্রয় করছিল।”

পরে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জন কুড়ানো মাংস বিক্রেতা ও ক্রেতা থেকে তিন হাজার ছয়শত টাকা জরিমানা দায় করা হয় বলে মনীষা জানান।

গাজীপুর কথা

আরো পড়ুন