ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খেঁকশিয়াল এবং আঙুর...

প্রকাশিত: ১৬:৪৩, ২৭ জুন ২০২০

খেঁকশিয়াল এবং আঙুর...

একটি খেঁকশিয়াল একবার খুব ক্ষুধার্ত হয়েছিল এবং কিছু খাবারের সন্ধানে গিয়েছিল। সে সর্বত্র খুঁজল, কিন্তু কোথাও খাবার মতো কিছু পেল না। অবশেষে, তার পেট যখন ছিঁড়ে যাওয়ার অবস্থা হল, তখন সে একটি কৃষকের প্রাচীরের উপর এসে দাঁড়াল। প্রাচীরের উপরে এত বড়, রসালো আঙুর ছিল যা খেঁকশিয়াল আগে কখনও দেখেনি। গাঢ় বেগুনী রঙ শিয়ালকে বলছিল যে তারা খাওয়ার উপযুক্ত। শিয়াল তার মুখের মধ্যে আঙ্গুর ধরতে হাওয়ায় জোরে লাফ দিল, কিন্তু ব্যর্থ হল। সে আবার চেষ্টা করল এবং আবার ব্যর্থ হল। সে আরো কয়েক বার চেষ্টা করল, কিন্তু প্রতি বার ব্যর্থ হল। অবশেষে, খেঁকশিয়াল বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল এবং বিড়বিড় করতে লাগল, ‘আমি নিশ্চিত যে আঙুরের রস এখনও টক ছিল‘।

গল্পের নীতিকথা:
যা পেতে পারেন না সেটাকে ঘৃণা করা সহজ।
সংগৃহিত

গাজীপুর কথা

আরো পড়ুন