ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কক্সবাজারে মাস্ক না পরায় পর্যটকদের জরিমানা

প্রকাশিত: ১১:৫৯, ২২ নভেম্বর ২০২০

কক্সবাজারে মাস্ক না পরায় পর্যটকদের জরিমানা

কক্সবাজারে এখন পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ভরপুর পর্যটক থাকলেও মানছেন না স্বাস্থ্যবিধি। ব্যবহার করছেন না মাস্ক।
এজন্য করোনাভাইরাসের সংকটকালীন মুহূর্ত কেটে না যাওয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে রয়েছে প্রশাসন।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪ জন ব্যবসায়ী ও পর্যটককে জরিমানা করেছে।
করোনা থেকে রক্ষার্থে মাস্ক বাধ্যতামূলকের চলমান অভিযানে জেল-জরিমানার তুলনায় প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলাবাসী ও বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর কথা