ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ক্লাব বিশ্বকাপে খেলবে না রিয়াল মাদ্রিদ!

প্রকাশিত: ১৮:০৬, ১০ জুন ২০২৪

ক্লাব বিশ্বকাপে খেলবে না রিয়াল মাদ্রিদ!

ফাইল ছবি

নতুন ফরম্যাটে বৃহৎ আকারে আগামী বছর মাঠে গড়ানোর কথা ফিফা ক্লাব বিশ্বকাপের। এই আসরের জন্য নানা আয়োজন রাখছে ফিফা। কিন্তু বেঁকে বসেছে রিয়াল মাদ্রিদ। এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, টুর্নামেন্টে অংশ নিতে ফিফা যে অর্থ প্রস্তাব দিয়েছে তা সন্তুষজোনক নয়।

সেক্ষেত্রে ফিফার প্রস্তাব ফিরিয়ে দেবে রিয়াল। রিয়ালের ৬৫ বছর বয়সী কোচ আনচেলোত্তি মনে করেন, শুধু তারাই নন ইউরোপের অন্য ক্লাবগুলোই এই প্রস্তাব ফিরিয়ে দেবে। ইতালিয়ান একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেছেন,'ফুটবলাররা ও ক্লাবগুলো ওই টুর্নামেন্টে খেলবে না।

রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য ২ কোটির সমান। সেখানে পুরো টুর্নামেন্টের জন্য ২ কোটির প্রস্তাব দিচ্ছে ফিফা। তাই আমাদের মতো অন্যরাও এই প্রস্তাব ফিরিয়ে দেবে।'

যুক্তরাষ্ট্রে আগামী বছরের জুন-জুলাইয়ে ৩২ দল নিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের আসর।

ইউরোপের শীর্ষ ১২ ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। ইতিমধ্যে ক্যালেন্ডারও ঠিক করে ফেলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণসংস্থা। রিয়াল মাদ্রিদের মতো অন্য ক্লাবগুলো কোন পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।