রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

যে চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে পাকিস্তান

প্রকাশিত: ০০:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

যে চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে পাকিস্তান

ছবি: সংগৃহীত

আর কয়দিন পর ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এর মধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে একাধিক দল। আর কয়টা দিন পর বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। তবে সেই দলে থাকছে বড় চমক। 

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন ‘রহস্য স্পিনার’ আবরার আহমেদ। এশিয়া কাপে ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। তার বিকল্প হিসেবে আবরারকে ভাবছে পিসিবি। 

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার করার লক্ষ্যে অধিনায়ক বাবর আজমের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচকরা। এশিয়া কাপে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় চূড়ান্ত দলে পরিবর্তন আনার ব্যাপারে একমত হয়েছেন বাবর ও নির্বাচকরা।

২৪ বছর বয়সী আবরার আহমেদ খেলেছেন বিপিএলেও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ভালো করেছিলেন তিনি। শাদাব খানের পরিবর্তে যদি আবরার সুযোগ পান তাহলে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন শাহীন শাহ আফ্রিদি।