
ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ফোন হিসেবে বিবেচনা করা হয় নকিয়া ১১০০ মডেলের ডিভাইসকে। ওয়ার্ল্ড অব স্টেটস তারা সর্বশেষ সমীক্ষায় এমনটাই জানিয়েছে।
২০০৩ সালের ২৭ আগস্ট এ স্মার্টফোনটি মার্কেটে রিলিজ করার ঘোষণা দেওয়া হয়েছিল। আবার ২০০৯ সালের সেপ্টেম্বরে এই হ্যান্ডসেটটি মার্কেটে বিক্রি করে দেওয়া বন্ধ হয়ে যায়। এর মধ্যে বিশ্বব্যাপী নকিয়া ১১০০ এর ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।
নানা রঙের ভেরিয়েন্টে এ হ্যান্ডসেটটি বাজারের বিক্রি করার জন্য উন্মুক্ত ছিল। এদের মধ্যে হালকা নীল, কালো, কমলা, গারো নীল, হলুদ, লাল, সবুজ, ও গোলাপি অন্যতম।
নকিয়া ১১০০ স্মার্টফোনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এটির ডিজাইন বেশ ইউনিক ছিল যা অন্যান্য হ্যান্ডসেটের মত নয়। ডিভাইসটির ডিজাইনের জন্য মৌলিক নকশা করা হয়েছিল। ঐতিহ্যবাহী নেভিগেশনাল কি-প্যাড সিস্টেম এ মোবাইলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কল গ্রহণ বা রিসিভ করার জন্য আলাদা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছিল।
বাই ডিরেকশনাল কি এবং ভাইব্রেটিং অ্যালার্ট এর মত ফিচারও এখানে অন্তর্ভুক্ত ছিল। ডিভাইসটিতে টর্চ এর ফিচারও দেওয়া হয়েছিল। একটি সি স্টাইলের বাটন দেওয়া হয়েছিল যা লক করার ক্ষেত্রে ব্যবহৃত হতো। ওই বাটনটি ধরে রাখলে টর্চ চালু হয়ে যেত।
২০০৫ সালে ডিভাইসটিকে ভারতে লঞ্চ করা হয়েছিল। পাঁচ থেকে দশ হাজার রুপির মধ্যে ডিভাইসটি তখন পাওয়া যেত।