ঢাকা,  বৃহস্পতিবার  ০২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

যেসব কারণে রোজা ভাঙ্গা জায়েজ

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ মার্চ ২০২৩

যেসব কারণে রোজা ভাঙ্গা জায়েজ

ফাইল ফটো

মুসলিম উম্মাহর জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলেন- হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া বা পরহেজগারী অর্জন করতে পার। (সূরা: বাকারা, আয়াত: ১৮৩)

তবে রোজা রাখতে অপারগ ব্যক্তির জন্য শর্ত সাপেক্ষে অব্যহতির সুযোগ রয়েছে। আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলবে বা নষ্ট করবে, তাদের জন্য রোজার কাযা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে।

যেসব কারণে রমজান মাসে রোজা ভঙ্গা যাবে; তবে পরে কাজা করতে হয়

(১) মুসাফির অবস্থায়।

(২) রোগ বৃদ্ধির বেশি আশঙ্কা থাকলে।

(৩) গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে।

(৪) এমন তৃষ্ণা বা ক্ষুধা হয়, যাতে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে।

(৫) শক্তিহীন বৃদ্ধ হলে ।

(৬) কোনো রোজাদারকে সাপে দংশন করলে।

(৭) নারীদের হায়েজ-নেফাসকালীন সময় রোজা ভঙ্গ করা যায়।