ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কোরবানির শরিক নির্বাচনে যেসব সতর্কতা জরুরি

প্রকাশিত: ১৬:৩০, ১১ জুন ২০২৪

কোরবানির শরিক নির্বাচনে যেসব সতর্কতা জরুরি

কোরবানির শরিক নির্বাচনে যেসব সতর্কতা জরুরি

সংযম ও তাকওয়া না থাকলে সে কোরবানিতে প্রশান্তি থাকে না। এ জন্য কোরবানিদাতার এমন কিছু বিষয় মেনে চলা জরুরি; যা তার জন্য বৈধ এবং নিষিদ্ধ। সেই কাজগুলো কী কী?

আজ তাই আমরা জানার চেষ্টা করবো- কোরবানির শরিক নির্বাচনে যেসব সর্তকতা জরুরি

সব অংশিদারের নিয়ত কোরবানির জন্য হতে হবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ‘এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না; কিন্তু পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া’। (সূরা: হজ, আয়াত: ৩৭)

তাই যদি কেউ মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে নিছক গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি সহিহ হবে না। তাকে অংশিদার বানালে শরিকদের কারোরই কোরবানি আদায় হবে না। সুতরাং খুব সতর্কতার সঙ্গে শরিক নির্বাচন করা চাই। (বাদায়েউস সানায়ে : ৪/২০৮; কাজিখান : ৩/৩৪৯)