ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বই বিতরণ

প্রকাশিত: ২০:১১, ১০ জুন ২০২৪

কাপাসিয়ায় ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বই বিতরণ

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক সম্পাদনায় ‘শিশু মননে বঙ্গবন্ধু’ শীষর্ক বইটি বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিআর ডিবি অফিসার দিলারা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা ভূমি কমর্কতা রিফাত নুর মৌসুমি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবদুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, সিনিয়র মৎস্য কমর্কতা আসরাফুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কমর্কতা, জেমী উপজেলা কৃষি অফিসার সুমন বসাক, অতিরিক্ত কৃষি কমর্কতা শাকিল হাসান, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান
সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি কমর্কতারা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এর আগে কাপাসিয়া উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়। সিটি ব্যাংক কাপাসিয়া শাখার সহায়তায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই স্কিমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, উপজেলা ভূমি কমর্কতা রিপাত নুর মৌসুমি।