ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে গাড়িচাপায় শিশু নিহত

প্রকাশিত: ২২:৫২, ১৫ মে ২০২৪

শ্রীপুরে গাড়িচাপায় শিশু নিহত

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলের মেয়েকে বহনকারী গাড়ির চাপায় ইয়াসিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার কাতারপ্রবাসী জহিরুল ইসলামের ছেলে। সে মায়ের সঙ্গে মুলাইদ এলাকায় নানাবাড়ি বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আবদুল জলিলের (আনারস প্রতীক) মেয়ে ঝর্ণা আক্তার চাচাতো ভাই কাউসার, আলভিসহ পরিবারের কয়েক সদস্যকে নিয়ে সকালে মাইক্রোবাসে বাবার নির্বাচনী প্রচারে বের হন। সাড়ে ১০টার দিকে মুলাইদ এলাকায় মজিবর রহমানের বাড়ির সামনে সড়ক পার হচ্ছিল শিশু ইয়াসিন। এ সময় তাদের বহন করা বেপরোয়া গতির গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেন স্বজনরা, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইয়াসিনের মামা আবদুর রহিম বলেন, ‘আমার ভাগনেকে চাপা দেওয়া মাইক্রোবাসটির সামনে-পেছনে আনারস প্রতীকের পোস্টার সাঁটানো ছিল। এটি চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া গাড়ি। ঘটনার পর আবদুল জলিল খোঁজখবর নিয়েছেন। এটি যেহেতু দুর্ঘটনা, সেহেতু আমাদের কোনো অভিযোগ নেই।’

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।