ঢাকা,  শনিবার  ২৭ জুলাই ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মহাসড়কের পাশে নির্মাণধীন ভবন গুড়িয়ে দিল গাউক

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩

মহাসড়কের পাশে নির্মাণধীন ভবন গুড়িয়ে দিল গাউক

সংগৃহিত ছবি

বিল্ডিং কোড না মেনে মহাসড়কের পাশে ১০ ফুট দুরত্বের মধ্যে ভবন নির্মাণ করায় গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় নির্মাণধীন ভবন ভেঙে দিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। প্রতিষ্ঠার দুই বছর পর এই প্রথম এ ধরণের অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর-জয়দেবপুর মহাসড়কের পাশে পালের মাঠ এলাকায় একটি নির্মাণধীন ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিল্ডিং কোড না মেনে মহাসড়কের পাশে ১০ ফুট দুরত্বের মধ্যে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করা ভবনের কিছু অংশ ভেঙে দিয়ে ভবনটির কাজ বন্ধ করে দেয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাউক সচিব মোস্তাফিজুর রহমান।

এছাড়া গাজীপুরের এ ধরনের অনুমোদনবিহীন ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান গাউক সচিব।